সিলেট

গোলাপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধীকে গণধোলাই: আদালতে মামলা

বিশেষ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে গণধোলাইয়ের ঘটনায় আদালতে মামলা ধায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

জানাযায়, আজ ১৫ জুলাই সোমবার ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল মজিদ এর মা চানতেরা বিবি আদালতে হাজির হয়ে এজাহারে দুই জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে আমলি আদালত -২ এ এই মামলা করেন।আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের চিহ্নিত করতে পিবিআই কে তদন্তভার দেয়।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান।

উল্লেখ্য গত ৮ জুলাই রোববার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিম ভাগ এলাকায় জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের ইছুব আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আব্দুল মজিদ কে ছেলে ধরা সন্দেহে গণধোলাই দেওয়া হয়। পরে গোলাপগঞ্জ থামা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে এসে পরিবারের কাছে সাজিয়ে দেয়। যা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ব্যপক প্রচার হয়।

Back to top button