জকিগঞ্জসিলেট

জকিগঞ্জে এবার বুঙ্গার ৫৮ বস্তা চিনিসহ আটক ৩

টাইমস ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি ও ডিআই পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫জুলাই) ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল।

পুলিশ জানায়, সোমবার (১৫জুলাই) ভোরে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম এলাকায় চেকপোষ্ট বসিয়ে ভারতীয় ৫৮ বস্তা চোরাই চিনিসহ একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের আজিজুর রহমানের ছেলে মুসলিম উদ্দিন (২২), পাটাহাইজর গ্রামের আব্দুল খালেকের ছেলে জসীম উদ্দিন (৩৮),ধর্মপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে আক্তার উদ্দিন(২৪)।

উল্লেখিত বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Back to top button