বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আড়াই লক্ষ জনসংখ্যার বিপরীতে সরকারি হাসপাতালে ডাক্তার মাত্র একজন!

মহসিন রনি: বিয়ানীবাজার উপজেলার জনসংখ্যা প্রায় আড়াই লক্ষ তার বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আবাসিক মেডিকেল অফিসার দিয়ে চলছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালটি। শুধু বিয়ানীবাজার উপজেলা নয় পাশ্ববর্তী উপজেলা গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে হাসপাতালটি কাছাকাছি হওয়াতে এই আঞ্চল গুলোর মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তবে বেশ কয়েকদিন থেকে একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা যার ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে বেগ পেতে হচ্ছে প্রায় আড়াই লক্ষ মানুষকে।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন ডাক্তার দেবদুলাল চক্রবর্তী। তবে এর আগে ডাক্তার ইমরান আহমদ নামের একজন কর্মরত থাকলেও বদলিজনিত কারনে তিনি চলে গেছেন। অতীতে অনেকেই ছিলেন কেউ ছুটিতে আবার কেউ বদলিজনিত কারনে পরিবর্তন হওয়ার ফলে একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা।

মুদ্রার উল্টো পীঠে সিলেটের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে যেখানে ৫ জনের বেশি মেডিকেল অফিসার রয়েছে সেখানে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে আড়াই লক্ষ জনসংখ্যার বিপরীতে একজন চিকিৎসক।

আহমুদুল হাসান তারেক নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, বিয়ানীবাজার উপজেলার জনসংখ্যা ও রোগীর তুলনায় একজন মেডিকেল অফিসার যেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন দিয়ে জনবল বাড়ানোর চিন্তা করবেন।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ মনিরুল হক বলেন, অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তার তুলনামূলক ভাবে বেশি থাকলেও ছুটি সহ বদলিজনিত নানা জটিলতায় একজন চিকিৎসক দিয়ে বর্তমানে আমরা চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Back to top button