বিয়ানীবাজার সংবাদ

সাংবাদিক আহমদ ফয়সালের মাতৃ বিয়োগ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের শোক

বিয়ানীবাজার টাইমস : দৈনিক সমকালের বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আহমদ ফয়সালের মাতা পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শনিবার বিকাল ৫ টা বেজে ৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে সাংবাদিক আহমদ ফয়সালের মাতৃ বিয়োগে বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে এক শোক বার্তা প্রকাশ করেছেন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান৷

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নিজ বাড়িতে রাত ৯:১৫ মিনিটে সাংবাদিক আহমদ ফয়সালের মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে তিনি সকলের উপস্থিতি ও দোয়া চেয়েছেন।

Back to top button