বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা, প্রথম দিন অনুপস্থিত ২২ শিক্ষার্থী

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে শুরু হয়েছে এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষা। সিলেটে বন্যা পরিস্থিতির মধ্যেওমঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত। পরীক্ষার প্রথম দিনে বিয়ানীবাজারে এইচএসসি-আলিমে ২২ জন পরীক্ষার্থী ছিলো অনুপস্থিত।

জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বিয়ানীবাজারের ২ হাজার ৪৯৭জন শিক্ষার্থী। বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রসহ দুইটি ভেন্যূতে প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ২৪৭৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে অনুপস্থিত ছিল ১৯ জন শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।

এদিকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫৮ জন পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় ১৫৬ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল বলে জানান কেন্দ্রের কর্মকর্তা।

Back to top button