গোলাপগঞ্জসিলেট

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

টাইমস ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সানজু আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে দিকে পুরকায়স্থ বাজার-গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজু উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদিরের ছেলে। সে পেশায় একজন সিএনজি (অটোরিকশা) চালক ছিল।

জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পুরকায়স্থ বাজার যাচ্ছিলেন তিনি। পুরকায়স্থ বাজার – গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিক আপ মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সানজু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক (মিডিয়া অফিসার) পার্থ সারথি দাস।

Back to top button