বিয়ানীবাজারে বন্যাদূর্গত এলাকা পরিদর্শনে নুরুল ইসলাম নাহিদ এমপি

বিয়ানীবাজার টাইমসঃ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সিলেটে দফায় দফায় বন্যা নিয়ে সরকার কাজ করছে, কি কারনে বন্যা হচ্ছে তা নির্ধারন করে সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
তিনি শনিবার (৬ জুলাই) নিজ নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে সকাল থেকে উপজেলার আলীনগর, চারখাই, শেওলা, দুবাগ ও কুড়ারবাজার ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের কাছে ছুটে যান। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার দুর্গত পরিবারের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।
সাবেক এ শিক্ষামন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন নদী খনন না হওয়ায় নাব্যতা হারিয়েছে নদী, খাল বিল মানুষ ভরাট করেছে দেদারছে। এই সমস্যাগুলো চিহ্নিত করে বন্যায় যাতে সিলেটের মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।
এসময় স্থানীয় মানুষ কুশিয়ারা নদীর ডাইক কেটে দেয়ায় মাটিখেকোদের ব্যাপারে তাকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহি কর্মকর্তা ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম নাহিদের সাথে ছিলেন বিয়ানীবাজার থানা ওসি দেবদুলাল ধর ও স্থানীয় জনপ্রতিনিধিরা।