বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বন্যার পানিতে লোকালয়ে প্রবেশ করছে ময়লা আবর্জনা!

মহসিন রনি: টানা তৃতীয় দফায় সিলেট সহ বিয়ানীবাজারে বন্যায় পানি বন্ধি মানুষেরা পড়েছেন বিপাকে। উপজেলা জুড়ে যেখানে পানি বন্ধি অবস্থায় জীবনযাপন করছেন কয়েক হাজার সাধারণ মানুষ এর বাহিরে নয় বিয়ানীবাজার পৌর শহরের একাংশের বাসিন্দাররা। উপজেলা জুড়ে বন্যার পানিতে লোকালয়ে প্রবেশ করছে দুষিত পানি এবং বর্জ পদার্থ যেগুলো সাধারণ মানুষের জীবনে হুমকির সমান।

সরেজমিনে ঘরে দেখা যায়, বিয়ানীবাজারে বন্যা কবলিত এলাকা গুলোতে দুষিত পানি বর্জ পদার্থে ছেয়ে গেছে পুরো এলাকা। বিশেষ করে উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন সহ বেশ কিছু এলাকার অবস্থা একই। পৌর শহরের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়ে বর্জ পদার্থ লোকালয়ে প্রবেশ করছে। যার ফলে সাধারণ মানুষ পঁচা দুর্গন্ধে বসবাস করতে পারছে না।

ভুক্তভোগী জহির মিয়া বলেন, বন্যার পানিতে আমাদের যাতায়াতের সড়কটি পানিতে প্লাবিত হওয়ার ফলে পঁচা আবর্জনা জমে গেছে যেখান দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে যার ফলে বাধ্য হয়ে বিকল্প সড়ক ব্যবহার করছি।

এ বিষয়ে ডাক্তার শিব্বির আহমেদ সুহেল প্রতিবেদক’কে বলেন, বর্তমান বন্যা পরিস্থিতির মধ্যে ডায়রিয়া সহ এলার্জিজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে বিশুদ্ধ পানি খাওয়ার বিকল্প নেই। প্রয়োজনে পানি গরম করে ফুটিয়ে অথবা ফিটকারী ব্যবহার করে বিশুদ্ধ পানি পান করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো সবাইকে সচেতন থাকতে হবে এমন পরিস্থিতিতে সচেতন থাকার বিকল্প নেই।

Back to top button