বিয়ানীবাজার সংবাদ

সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক বন্যায় প্লাবিত; বাস ছাড়া চলছে না ছোট যানবাহন

মহসিন রনি: চলতি বছরে টানা তৃতীয়বার বন্যার পানিতে বন্ধি হয়ে পড়েছে প্রবাসী অধ্যূষিত বিয়ানীবাজার উপজেলার কয়েক লাখ মানুষ। নিয়মিত বিরতিতে বৃষ্টিতে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক সহ যাতায়াতের আরেক সড়ক বিয়ানীবাজার -চন্দরপুর বৃষ্টির পানি আর ঢল নামা সহ কুশিয়ারা নদীর ডাইক অতিক্রম করে পানি ডুকছে লোকালয়ে। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার তিন চাকার যানবাহন সহ প্রাইভেট গাড়ি গুলো চলতে দেখা যায়নি।

সরেজমিনে বিভিন্ন স্ট্যান্ড ঘুরে দেখা যায়, গতদিন গুলোর থেকে পানি বৃদ্ধি পাওয়ার ফলে ছোট যানবাহন গুলো চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় সিলেট থেকে বিয়ানীবাজারগামী তিন চাকার অনেক যানবাহন সহ কার চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিলেটের স্থানীয় সিএনজি চালক আব্দুর রহিম বলেন, বিয়ানীবাজার যাওয়ার রাস্তায় পানি বেড়েছে ভয়ে অনেকেই গাড়ি বের করেননি। আমরা ও পানি না কমলে যাবো না আপাতত এই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ রেখেছি।

এদিকে সকাল থেকেই সিলেট থেকে বিয়ানীবাজার আসার জন্য যাত্রীদের স্ট্যান্ডে ছোট গাড়ি গুলোর জন্য ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় মলিহা দাস নামের এক চাকরিজীবী বলেন, পানি বাড়ার কারনে প্রয়োজনের তুলনায় গাড়ি কম তার পরেও ভাড়া বেশি দিয়ে বড় গাড়িতে যাতায়াত করতে হচ্ছে।

Back to top button