বিয়ানীবাজার সংবাদ

কানাডা যাওয়া হলোনা পাভেলের, পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ সকালে বেরিয়েছিলেন বাড়ির পাশের জলাশয়ে পাতানো জাল থেকে মাছ নিয়ে আসতে, কিছুক্ষন পর তার বাবাও যান মাছ আনতে গেছইন সেখানে পানির মধ্যে পুত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তিনি। পরে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফাইজুল আলম পাভেল (২৪), সে ঐ গ্রামের রফিক উদ্দিনের তৃতীয় ছেলে। পাভেল কিছুদিনের মধ্য কানাডা যাওয়ার প্রস্তুতিতে ছিলো বলে জানিয়েছেন তার এক বন্ধু। ফিঙ্গারের ডেইটের অপেক্ষায় ছিলেন পাভেল বলে জানান সেই বন্ধু।

টগবগে ২৪ বছর বয়সী যুবকের এমন মৃত্যুতে শোকাহত এলাকার মানুষ, সবাই শোকে যেনো মুহ্যমান। সবাই তাকে নিয়ে করলেন স্মৃতিচারন।

লাউতা ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, সকালে পাভেলের বাবা তাকে অচেতন অবস্থায় তাকে পেলে সবাইকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানান পাভেল মারা গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, পানিতে ডুবে পাবেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনকালে কোন কিছু ধরা পড়েনি। তাছাড়া তার পিতা-মাতা ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজন মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।

Back to top button