প্রবাস

ব্রিটেনে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশি সাবেক স্বামী-স্ত্রী

আশফাক জুনেদঃ আগামীকাল অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন আসনে অন্তত ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একটি আসনে সাবেক দুই স্বামী- স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এসে আলোচনার জন্ম দিয়েছেন। যুক্তরাজ্যের বাংলাদেশি–অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টি থেকে এমপি প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক।

সাবেক স্ত্রীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এহ‌তেশামুল হক প্রতিবেদককে ব‌লেন, ‘আপসানার সঙ্গে আমার ব‌্যক্তিগত কোনো বি‌রোধ নেই। বিচ্ছেদের পরও তার সঙ্গে তিন বছর দলীয় কাজ ক‌রে‌ছি। তাক‌ে আমি সম্মান ক‌রি। তিনি (আপসানা) যেকোনো আসন থেকেই নির্বাচন করতে পারেন।’

জানা গেছে, ২০১৩ সালে টাওয়ার হ‌্যাম‌লেটসের সা‌বেক কাউন্সিলর এহতেশামুল হ‌কের সঙ্গে আপসানার বি‌য়ে হয়। দুজনের গ্রা‌মের বাড়ি সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর উপ‌জেলায়। বিয়ের দুই বছরের মাথায় ২০১৫ সা‌লে তাদের বিচ্ছেদ হয়। ২০১৯ সালে আপসানা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

Back to top button