সিলেট

মেয়রের চেয়ার ফিরে পেলেন বিশ্বনাথের পৌরমেয়র মুহিব

টাইমস ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল হলেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। গত ২৭ জুন এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১ জুলাই) হাইকোর্টে মেয়র মুহিবুর রহমান তার বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখেন উচ্চ আদালত।

মুহিবুর রহমানের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক সাংবাদিকদের মেয়র মুহিবুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Back to top button