সিলেট
সিলেটে জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, আ ট ক ১০

টাইমস ডেস্কঃ সিলেটে জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের কাজিরবাজার ব্রিজের নিচ থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- শাকিল আহমেদ (৩১), মো. মোশাররফ (৩৫), মো. আবুল কাশেম রানা (৩৫), মো. হীরা আহমেদ (২৯), মো. মহিবুর রহমান (৩১), মো. আব্দুস শহীদ (৫৩), মো. খালেদ হোসেন (৪০), আব্দুস সালাম (৪০), জহির উদ্দিন (৫৪) ও মো. নূর মিয়া (৫৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকের সময় জুয়াড়িদের কাছ থেকে ‘তীর শিলং’ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে দুই দিন অভিযান চালিয়ে ১৮ জুয়াড়িকে আটক করেছিলো পুলিশ।