Advertisement
বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিদ্যুতস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত ২

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement

এছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর।

Advertisement

নিহত জুয়েল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃত আব্দুল সিরাজের ছেলে। গুরুতর আহতরা হলেন, উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা যায়, সকালে দোকানের বাকা রড সোজা করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘড়ে। তিনজনই বিয়ানীবাজারের খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করতেন বলে স্থানীয়রা জানান।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

Back to top button