সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় চিনিসহ বিয়ানীবাজারের দেলোয়ার আটক

বিয়ানীবাজার টাইমসঃ সাড়ে ২১ লাখ টাকার( ৩৯২) বস্তা ভারতীয় চিনি সহ দক্ষিণ সুরমা থানা পুলিশের জালে আটকা পড়েছেন বিয়ানীবাজারের যুবক দেলোয়ার।এসময় ০১টি ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
জানাযায়,দক্ষিণ সুরমা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ২২ জুন শনিবার বেলা সাড়ে ১১ ঘটিকার সময় কতিপয় চোরাকারবারী অবৈধ ভারতীয় মালামাল সংগ্রহ করে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছে।এই সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা এর তদারকিতে এসআই (নিঃ)/সুমন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ ১১.৪০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে দেলোয়ার হোসেন (৪৪) নামের এক ব্যক্তি কে আটক করেন।আটক দেলোয়ার বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামের আব্দুল খালিকের ছেলে।এসনয় একটি ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২২-৯৫৯৯) সহ ইংরেজীতে INDIAN WHITE CRYSTAL SUGAR, NET WEIGHT-50KG লেখা সম্বলিত ৩৯২ টি বিভিন্ন রংয়ের বস্তায় রক্ষিত ভারতীয় চিনি, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট=১৯৬০০ কেজি চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তার মুখ প্লাষ্টিকের সুতলি দ্বারা কৃত্রিমভাবে আটকানো। জব্দকৃত চিনির মূল্য ২১,৫৬,০০০/- (একুশ লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা। ।
পরে বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা রুজু করা হয়। যার নং-১৩,তাং-২২/০৬/২০২৪, ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D।
মহনগর পুলিশের মিডিয়া কর্মকতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনির বাজারমূল্য রয়েছে ২১ লাখ ৫৬ হাজার টাকা।
আটককৃত গাড়ীচালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণসুরমা থানায় মামলা করা হয়েছে; আদলতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।