সিলেট

দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব- এডভোকেট নাসির খান

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানী দায়িত্ব। এ সময়ে নিজে ভালো থাকলে হবেনা, বন্যায় ক্ষতিগ্রস্তদেরও ভালো রাখতে হবে। এতে সরকারের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে বন্যার্ত মানুষ উপকৃত হবেন।

বৃহস্পতিবার (২০ জুন) দিনব্যাপী সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট নাসির উদ্দিন খান আরো বলেন, যেকোনো দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের পাশে দাঁড়ায়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা পরিষদ।

তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সরকারযন্ত্রের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সদস্য সুভাস দাস, সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, সদস্য তামান্না আক্তার হেনা, সদস্য শাহজান মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলম, দিঘীরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম চৌধুরী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লোকমান উদ্দিন শিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্টজন।

Back to top button