বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চিনি কা ন্ড, এবার আটক পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শাকেল

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ট্রাকভর্তি ৪ শত বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আশরাফুল আলম শাকেল (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) বিকালে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলম শাকেল পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে। সে বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি।

তবে শাকেলকে গ্রেপ্তার করলেও সে এজাহারভুক্ত আসামী নয় বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সাকেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমাণ্ডের আবেদন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Back to top button