বিয়ানীবাজারে বন্যার পানিতে প্লাবিত কুশিয়ারা তীরবর্তী মানুষ; বড় ধরনের বন্যার আশঙ্কা

মহসিন রনি: টানা বৃষ্টিতে সিলেট সহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুশিয়ারা নদীর পানি ডুকে সৃষ্টি হচ্ছে আকস্মিক বন্যা। এছাড়াও উপজেলা জুড়ে খাল দখল ও ভরাটের ফলে হালকা বৃষ্টিতে পানি জমে দূর্ভোগ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ৩ টি ওয়ার্ড সহ আলীনগর, চারখাই, দুবাগ ও শেওলা ইউনিয়নের বিভিন্ন স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে।
সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহর সহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির ফলে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে গ্রাম গুলোতে ডুকছে যার ফলে বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। এ ছাড়া ও পৌর শহরের বিভিন্ন সড়ক গুলোতে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ার ফলে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক গুলো যার ফলে সাময়িক ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
কুড়ারবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আঙ্গারজুর সহ আরো দুইটি ওয়ার্ডের কয়েক হাজার সাধারণ মানুষ পানি বন্ধি অবস্থায় দিনযাপন করছে। এ বিষয়ে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা বলেন,আমি আজ ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে আমার ইউনিয়নের তিনটি ওয়ার্ড প্লাবিত হওয়া সরেজমিনে পরিদর্শন করে সকলের পাশে দাড়ানোর চেষ্টা করছি আজকে যে অবস্থা দেখলাম আগামীকাল তাদের আশ্রয় কেন্দ্রে নিতে হবে। প্রশাসন থেকে আশ্রয় কেন্দ্রে নেয়ার পর সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন।
শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, এখন পর্যন্ত আমার ইউনিয়নের সব ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রশাসনকে বিষয়টি জানিয়েছি আগামীকাল যদি পানি বাড়ে তাহলে সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে হবে।