বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার নয়াগ্রাম থেকে আটক করেন।
আটককৃত আসামীর নাম মোঃ শামসুজ্জামান, সে পৌর এলাকার নয়গ্রামের মৃত ফরিজ আলীর পুত্র।
জানা যায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরের নির্দেশনায় সোমবার রাত্রীকালীন অভিযানে এসআই পরিতোষ পাল সঙ্গীয় ফোর্সসহ ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ শামসুজ্জামানকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।