বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে টিলাধ্বসের আ শ ঙ্কা, টিলায় লাল পতাকা

টাইমস ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সম্প্রতি ভারী বৃষ্টিপাতে টিলাধসের আশঙ্কা করা যাচ্ছে। এ জন্য উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মুল্লাপুর গ্রামে দুটি ও একই ইউনিয়নের মাটিকাটা গ্রামের দুটি টিলায় লাল পতাকা টানিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার সকালেঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারী পরিবারের সদস্যদের জরুরিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এই লাল পাতাকা টানানো হয়।

বিয়ানিবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম জানান, ভারী বৃষ্টিপাতে কারণে উপজেলার বিভিন্ন স্থানে টিলাধসের সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে পুরো উপজেলার টিলাবেষ্টিত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে ১০ জুন ভারী বৃষ্টিতে সিলেট শহরের মেজর টিলার চামেলিবাগে টিলা ধসে তিন জনের। ওই ঘটনায় মাটি ও ঘরের নিচে চাপা পড়ে আহত হন আরও আট জন।

ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

স্থানীয়রা জানান, সেদিন ভোর থেকে সিলেটে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মেজর টিলা এলাকায় টিলা ধসে কয়েকটি ঘর ভেঙে পড়ে।

Back to top button