বিয়ানীবাজারে ৩০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর, ঘর পেয়ে আনন্দিত উপকারভোগীরা

বিয়ানীবাজার টাইমসঃ সারাদেশের ন্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ভূমি-গৃহহীন পরিবারগুলোকে পঞ্চম পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৩০টি ঘর নতুনভাবে প্রস্তুত করে তাদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধনের পরই বিয়ানীবাজার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামিম’র সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় ৩০ উপকারভোগী
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা ও দেলোয়ার হোসেন প্রমুখ।