কানাইঘাটসিলেট

হ ত্যাসহ একাধিক মামলার আসামী কানাইঘাটের মাহবুব ঢাকায় র‌্যাবের হাতে ই য়াবাসহ গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত সিএনজি চালক আলমগীর হোসেন হত্যা মামলার মাস্টারমাইন্ড আসামী মাহবুবুর রহমানকে ইয়াবা সহ ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব—৩।

কানাইঘাট থানা থেকে পুলিশের দেয়া প্রেসনোটে জানানো হয়েছে, গত ৪ জুন রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা এলাকায় র‌্যাব—৩ এর একটি টিম অভিযান চালিয়ে খান ফার্মেসীর ছাদের উপর টিনশেড ঘরে মাদকদ্রব্য বিক্রির সময় ২৩৫০ পিস ইয়াবা ও নগদ অর্থ সহ কানাইঘাটের মাহবুবুর রহমান সহ ৪ জনকে গ্রেফতার করে। এ সময় মাহবুবুর রহমানের কাছ থেকে ১২’শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৮২ হাজার ৭৭০ টাকা জব্দ করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় র‌্যাব—৩ এর এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পুলিশের প্রেসনোটে আরো উল্লেখ করা হয়, কানাইঘাটের গাছবাড়ী তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর পুত্র সিএনজি চালক আলমগীর হোসেনের নির্মম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামের মৃত আলাউর রহমানের পুত্র আন্তঃজেলা সন্ত্রাসী দলের সদস্য কানাইঘাটের শীর্ষ অপরাধী মাহবুবুর রহমান (৩১) এর বিরুদ্ধে হত্যা, অপহরন, ছিনতাই, মাদক, পর্ণগ্রাফী সহ নানা সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ১১টি মামলা রয়েছে। মাহবুবুর রহমান ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন অপকর্মে জড়িত মর্মে এলাকায় জনশ্রম্নতি আছে। হত্যাকান্ড সহ বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের কারনে সে গ্রেফতার হয়ে জেলহাজতও খেটেছে।
কানাইঘাট থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী গাছবাড়ী বাজারে সিএনজি স্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালক আলমগীরকে মাহবুবুর রহমান, কয়েছ আহমদ, ছাদিক আহমদ সহ অপর আসামীরা ধারালো চাকু, ছুরি সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করে। পরবর্তীতে মাহবুবুর রহমান মামলার এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের নিয়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ আরো জানায়, মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ কয়েছ আহমদ @ কয়েছ মাহমুদ @ স¤্রাট মাহবুবুর রহমানের ঘনিষ্ট বন্ধু এবং আলমগীর হত্যাকান্ডের সাথে সে সরাসরি জড়িত ছিল।

এছাড়া মাহবুবুর রহমানের বিরুদ্ধে কানাইঘাট উপজেলা ও সিলেট শহরে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী গ্রুপ লালন—পালন করে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরন, মাদক ব্যবসা, রাস্তা—ঘাট থেকে ব্যবসায়ীদের মালামাল লুট, টর্চার সেলে আটক রেখে নারী দিয়ে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অনেকের কাছ থেকে মুক্তিপন আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে।
ঢাকায় র‌্যাবের হাতে ইয়াবা সহ মাহবুর রহমান গ্রেফতারের পর তাকে আলমগীর হত্যা মামলার গ্রেফতার দেখানোর জন্য সিলেটের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত—৫ বরাবরে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এস.আই দেবাশীষ সূত্রধর।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আলমগীর হোসেন হত্যাকান্ডের সাথে মাহবুবুর রহমান জড়িত রয়েছে। সে ঘটনার পর থেকে পলাতক ছিল এবং থানা পুলিশ তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযানও চালায়। পলাতক থাকা অবস্থায় গত ৪ জুন মাহবুবুর রহমান ঢাকায় র‌্যাবের হাতে ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে আলমগীর হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালতের মাধ্যমে থানা পুলিশের হেফাজতে আনার প্রক্রিয়া চলছে।

Back to top button