বিয়ানীবাজারে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা

বিয়ানীবাজারে অবশেষে শুরু হচ্ছে উদ্দ্যোক্তাদের নিয়ে তাঁত হস্ত বস্ত্র ও কুটির শিল্প বানিজ্য মেলা। আগামী ১৪ জুন শুক্রবার বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা ওসমানী স্টেডিয়ামে মেলার উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছেন মেলা আয়োজনের দায়িত্বে থাকা মুজিবুর রহমান বিপ্লব। মেলাকে ঘিরে ইতিমধ্যে মেলা অঙ্গনে চলে এসেছে বিভিন্ন স্টল উদ্বোধনের আগেই আসছেন ক্রেতারা। উদ্বোধনের খবরে তারাও উচ্ছসীত। কলেজ পড়ুয়া তান্নি জানালেন, বিয়ানীবাজারে তেমন বিনোদনকেন্দ্র না থাকায় মেলায় আসার আলাদা একটা আকর্ষন থাকে।
মেলার অনেক স্টলে তরে তরে সাজছে পন্য, ঈদের আগে ও পরে মেলায় কেনাকাটায় মিলবে বিভিন্ন ছাড়, তাই দোকানিরা জানালেন মেলায় আসার আমন্ত্রন। বিয়ানীবাজারে এসব মেলা নিয়ে তারাও জানালেন তাদের ব্যাবসার কথা। বানিজ্য মেলায় গৃহস্থালির বিভিন্ন পন্যের পাশাপাশি থাকবে দেশীয় উদ্দ্যোক্তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, ঐতিহ্যবাহি বিভিন্ন পন্য, পুরুষ-নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের কাপড়চোপড়ের বিশাল সমাহার। এছাড়াও মেলায় মিলবে বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ।
শুধু পন্য নয় এই এলাকার শিশু কিশোরদের বিনোদনের কথা চিন্তা করে অনেক ধরনের রাইড ও এসেছে মেলায়। সেখানে এসে মেলা উপভোগ করতে পারবেন সব বয়সের মানুষ। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মেলায় আসা বিভিন্ন রাইড শিশু কিশোরদের আলাদাভাবে দিবে বিনোদনের আমেজ।