বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চিনি ছিনতাই, দুইজন আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার চারখাই থেকে চিনি ছিনতাইয়ের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার পৌর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃত দুই এজাহারভূক্ত আসামী কিশোরগঞ্জ জেলার মিঠামাইন উপজেলার হোসাইনপুর গ্রামের খলিল মিয়ার পুত্র লিটন মিয়া (২৬), মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর বোবারতল গ্রামের মোস্তফা উদ্দিনের পুত্র হাসান (২১)। এর আগে ছিনতাইকৃত ৪০০ বস্তা চিনির মধ্য ৮০ বস্তা পৌর এলাকার সুপাতলা থেকে এবং ছিনতাইকান্ডে ব্যবহৃত একটি পিকাপ নিদনপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ০৮ জুন সকালে বিয়ানীবাজার উপজেলার চারখাই লালপুল নামক স্থানে এক দল দুষ্কৃতিকারী অস্ত্রের মুখে ট্রাক চালক ও তার সহযোগীকে জিম্মি করে ৪০০ বস্তা চিনি লুঠ করে নিয়ে যায়। লুঠের ঘটনার পর চিনির মালিক মোঃ নজরুল হোসেন ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেন (মামলা নং-০৪)। মামলা রুজুর পর সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে, অতিরিক্ত পুলিশ সুপার(জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের তত্ববধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরের নির্দেশনায় বিয়ানীবাজারের একাধিক অভিযানে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলার জনৈক আব্দুর রহমান শাবিবের বসতবাড়ীর পশ্চিমে চারা বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় ত্রিপল দ্বারা মোড়ানো ৮০ বস্তা চিনি এবং পৌরসভার নিদনপুর এলাকার তাজ উদ্দিন মিস্ত্রির বসতবাড়ী থেকে একটি নেভি ও সিলভার কালারের পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১১০৭০৯) উদ্ধার করে জব্দ করেন। গ্রেফতারকৃত লিটন মিয়ার নামে ইতিপূর্বে মামলা রয়েছে মর্মে জানা যায়

এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ব্যাপক অভিযান করে এজাহারনামীয় আসামী বিয়ানীবাজারের দাসগ্রামে ভাড়াটিয়া হিসাবে বসবাসরত কিশোরগঞ্জের লিটন মিয়া ও সুপাতলা এলাকায় ভাড়াটিয়া বড়লেখার হাসানকে গ্রেফতার করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, চিনি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে দুইজন আটক হয়েছেন, এজাহারনামীয় বাকি আসামীদের ধরতে এবং বাকি চিনি উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতদের এ মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Back to top button