বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মদসহ একজন গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৪ বোতল অফিসার্স চয়েজ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে পুলিশের একটি অভিযানিক দল চারখাইয়ের পইলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে যাত্রী ছাউনির কাছ থেকে ১৪ বোতল মদসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার মইয়াখালি গ্রামের কদই মিয়ার ছেলে আব্দুল গফুর (৪৫) এর বিরুদ্ধে মামলা রুজুসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃত আব্দুল গফুরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Back to top button