কানাইঘাটসিলেট

কানাইঘাটে থানা পুলিশের হাতে মাদকের চালান সহ সিএনজি চালক গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬৮ বোতল ভাতরীয় অফিসার চয়েস মদ সহ এক অটোরিক্সা সিএনজি গাড়ীর চালককে গ্রেফতার করেছে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার এস.আই পীযূষ চন্দ্র সিংহ অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের পূর্ব কুওরেরমাটি জামে মসজিদের সামনে সিলেট—জকিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বহনকারী সিএনজি গাড়ীটি থামানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে সিএনজিতে থাকা তিন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও সিএনজি সহ গাড়ীর চালক জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের আমিনুল ইসলামের পুত্র রাসেল আহমদ (৩২) কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় পুলিশ গাড়ী তল্লাশী করে চটের বস্তায় রক্ষিত ৪৬৮ বোতল ভাতরীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। পুলিশের হাতে আটক সিএনজি চালক রাসেল আহমদকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পলাতক আসামী জকিগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামের ফেড়াই মিয়ার পুত্র মুমিন আহমদ, খিলগ্রামের মোশাহিদ আলীর পুত্র আব্দুল কাইয়ুম সহ অজ্ঞাতনামা অপর আসামী মদগুলি বিক্রির উদ্দেশ্যে তার সিএনজি যোগে নিয়া যাচ্ছিল।

এ ঘটনায় থানার এস.আই পীযূষ চন্দ্র সিংহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় গ্রেফতারকৃত ও পলাতক ৩ জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Back to top button