বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন ; ভাইস চেয়ারম্যান পদে শেষ মুহুর্তে চমক দেখাতে পারেন রুনু

সিনিয়র প্রতিবেদক: রাত পোহালেই বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। নানা হিসেব নিকেশ আর কঠিন সমীকরণকে পেছনে ফেলে আলোচনার শীর্ষে থাকা বৈদ্যুতিক বাল্ব প্রতীকের আশরাফুল হক রুনু নির্বাচনে চমক দেখাতে পারেন। বিয়ানীবাজার পৌরসভায় বিপুল ভোট ব্যাংক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে মাঠের জরিপে এগিয়ে থাকা রুনু শেষ মুহুর্তে চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রের করে নির্বাচনে আমাকে পিছিয়ে রাখা হয়েছিলো কিন্তু সকলের দোয়ায় এখনো ভোটের মাঠে এগিয়ে রয়েছি। আল্লাহ সহায় থাকলে ফলাফল আমাদের পক্ষে আসবে। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য, আশরাফুল হক রুনু (বৈদ্যুতিক বাল্ব), খালেদুর রহমান (উড়োজাহাজ), আব্দুল্লাহ আল মামুন (বই), সুহেল আহমদ রাশেদ (চশমা), সাইদুল ইসলাম (মাইক), পলাশ আফজাল (তালা)

 

Back to top button