বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে রেমালের প্রভাব, বিদ্যুৎ বিপর্যয়, বিপর্যস্ত মোবাইল নেটওয়ার্ক

বিয়ানীবাজার টাইমসঃ দেশের উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল। সকালে সিলেটে স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের কারণে সোমবার সকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয় সিলেটে। যা মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের তার এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিয়ানীবাজারসহ পুরো সিলেট বিভাগজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় সাড়ে তিন লাখ গ্রাহক সোমবার রাত থেকে বিদ্যুৎহীন রয়েছেন। তবে মঙ্গলবার দুপুরে বৃষ্টি থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন নেটওয়ার্কও ব্যাহত হচ্ছে। নেটওয়ার্ক না থাকায় জরুরি প্রয়োজনেও মোবাইলেও কল করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা। এতে ক্ষুদ্ধ হোন অনেক গ্রাহকরা।

টেলিকম ব্যাবসায়ী সাদেক হোসাইন বলেন, ২৪ ঘন্টা ব্যাকআপ থাকেনা মোবাইল টাওয়ারগুলোর এজন্য ১২-১৪ ঘন্টা পরেই মোবাইল নেটওয়ার্কে সমস্যা শুরু হয়। তাদের উচিত কমপক্ষে ২৪ ঘন্টা টাওয়ারের ব্যাকআপ নিশ্চিত করা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিনঘন্টায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণের কারণে স্থবির হয়ে পড়েছে বিয়ানীবাজারের জনজীবন। দিনভর অনেকটাই ভুতুড়ে নগরী ছিলো পুরো পৌরশহর। এছাড়া উপজেলা নির্বাচনকে ঘিরে পৌরশহরে বিকাল হতেই কমে যায় মানুষের আনাগোনা।

অন্যদিকে, স্কুল কলেজ খোলা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম রয়েছে। তবে পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিদ্যালয়ে যেতে দেখা গেছে।

Back to top button