বিয়ানীবাজার উপজেলা নির্বাচনঃ প্রতিদ্বন্দিতায় ৩ চেয়ারম্যান, ৩ ভাইস চেয়ারম্যান, ২ মহিলা ভাইস চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধিঃ আগামী ২৯ মে আসন্ন বিয়ানীবাজার উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারনা শেষ হয়েছে গতকাল সোমবার। শেষ দিনের প্রচারনায় বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া, তবুও থেমে থাকেননি কোনো প্রার্থীরা। শেষ সময়ে এসে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন সবাই। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলাজুড়ে নির্বাচনে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন তিন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে আলোচনায় রয়েছেন ২ জন প্রার্থী। উপজেলা নির্বাচনকে বিএনপি-জামায়াত বর্জন করলেও তাদের কর্মী সমর্থকরা অঞ্চলভেদে রয়েছেন সক্রিয় তাই তাদের ভোট হতে পারে এ নির্বাচনে ফ্যাক্টর, এছাড়াও আঞ্চলিকতা ও সাম্প্রদায়িকতা ইস্যু রয়েছে আলোচনায়।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বারী (দোয়াত কলম), সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান (টেলিফোন), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান জামাল হোসেন (আনারস), লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গৌছ উদ্দিন (শালিক পাখি), বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক জহির উদ্দিন (ঘোড়া) ও যুক্তরাজ্য প্রাবাসী জাকির হোসেন সুমন (কাপ-পিরিচ)।
উপজেলার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, হেলিকপ্টার প্রতীকের বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সাথে আলোচনায় রয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল ও শালিক পাখি প্রতীকের প্রার্থী লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন। এছাড়াও শেষ সময়ে এসে চমক দেখাতে পারেন টেলিফোন প্রতীকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, দোয়াত কলম প্রতীকের জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বারী ও বর্তমান ভাইস চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতাকারি মোঃ জামাল হোসেন।
উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দি ৮ প্রার্থী সরাসরি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হওয়ায় দলের নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। বিভিন্ন প্রার্থীর সাথে বিচ্ছিন্নভাবে তারা কাজ করছেন। তিন আলোচিত প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নিজস্ব কর্মী বাহিনী আবারো তাকে নির্বাচনে জেতাতে ঘাম ঝরাচ্ছে মাঠে। তিনি আবারো হতে পারেন উপজেলার সর্বোচ্চ অভিভাবক। এছাড়াও প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল রয়েছেন ব্যাপক আলোচনায়। তিনি সজ্জন ব্যাক্তি হিসাবে পরিচিত হওয়ায় আওয়ামীলীগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও পছন্দের প্রার্থী। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উন্নয়ন কর্মকান্ডে উনার ব্যাক্তিগত এপিএস হিসাবে তার প্রাজ্ঞ নের্তৃত্ব সচেতন মহলে ব্যাপক প্রশংসিত, তাই তিনিও হতে পারেন উপজেলা চেয়ারম্যান। তবে সব হিসাব নিকাশ বদলে দিতে পারেন লাউতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, সাম্প্রদায়িক ঐক্য ইস্যুতে তার পক্ষে বর্তমান দুই ইউনিয়ন চেয়ারম্যানের পাশাপাশি কয়েকজন সাবেক চেয়ারম্যান বিভিন্ন অঞ্চলে কাজ করছেন। এছাড়াও অঞ্চলভেদে তার পক্ষে বিএনপি ও জামায়াতের অনেককে কাজ করতে দেখা গেছে।
উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন বই প্রতীকের প্রার্থী জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মামুন খান, বাল্ব প্রতীকের সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা মাইক প্রতীকের শায়দুল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে হাঁস প্রতীকের হাসিনা আক্তার ও ফুটবল প্রতীকের প্রার্থী জেসমীন নাহারের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, নির্বাচনকে ঘিরে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। উপজেলা নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় মোতায়েন থাকবে পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি ও র্যাব। এসব তথ্য জানিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী শামীম জালালাবাদকে জানান, নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেয়ার জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিবে প্রশাসন। কেউ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে মাঠে থাকবে কয়েকটি ভ্রাম্যমান আদালত। তিনি ভোটারদের নির্বিঘ্নে স্ব স্ব ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।