সিলেট

সিলেটে বাসায় অ সা মা জি ক কাজ, নারীসহ আ ট ক ৬

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগরের গোটাটিকর এলাকার একটি বাসা থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত (২২ মে) দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অবস্থিত জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম।

আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার শাহজাহানপুর এলাকার ধনু মিয়ার ছেলে মো: সাচ্চু মিয়া(২৪), সিলেটের বিয়ানীবাজার থানার মৃত সৈদ আলীর ছেলে খলিল মিয়া (৫৮), বি-বাড়িয়া জেলার শাহজাদাপুর এলাকার ফুরুক মিয়ার ছেলে মো. দারা মিয়া পায়েল (২২), কিশোরগঞ্জ জেলার বৌলাই এলাকার মৃত আব্দুল রাজ্জাক ছেলে মো. মাজহারুল ইসলাম (২৯), পঞ্চগড় জেলার ভদেশ্বরী এলাকার মৃত আব্দুল হামিদ মেয়ে রাশেদা আক্তার (২৬) ও সিলেটের মোগলাবাজার থানার রহমত আলীর মেয়ে সুর্বণা আক্তার (২০)।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Back to top button