বিয়ানীবাজারে দ্রুত গতিতে ছুটছে আউয়ালের মোটরসাইকেল

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: ঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে দ্রুত গতিতে নির্বাচনী মাঠে ছুটছে চেয়ারম্যান পদ প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের মোটরসাইকেল। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে আলোচনা’র শীর্ষে রয়েছেন এই প্রার্থী। দিন রাত বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন চষে বেড়ানো সহ ভোটারদের মন জয় করতে কৌশল অবলম্বন করছেন এই প্রার্থী। সুশীল সমাজ ও সচেতন মহলের ভোট এখন পর্যন্ত ভোটের মাঠে অন্যান্য প্রার্থীদের সাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
এ বিষয়ে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হলে বিয়ানীবাজারের সর্বস্থরের মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। জনগণের ডাকে জনগণের একজন খাদেম হয়ে সব সময় অতীতের ন্যায় পাশে থাকার চেষ্টা করবো। আমি সকলের দোয়া ও ভালোবাসা চাই।
উল্লেখ্য, ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) নিয়ে নির্বাচন করবেন।