বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রশাসনের অভিযানে পন্ড হলো বাল্যবিবাহ ; নগদ অর্থদণ্ড!

সিনিয়র প্রতিবেদক : বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্টে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ পন্ড করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। সোমবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম আহমদের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সহ বিয়ানীবাজার থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম আহমদ বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে আমরা বাল্যবিবাহটি পন্ড করে দেই। এ ছাড়াও ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার, সিলেট সর্বদা তৎপর। জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Back to top button