বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন : ভোটের মাঠে লড়াইয়ে সাবেক ছাত্রনেতারা

মহসিন রনি : বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা করা নয়জন চেয়ারম্যান পদ প্রার্থী। ১৩ এপ্রিল থেকে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের মধ্যেই একজন বাদে সবাই সাবেক ছাত্রনেতা যাদের ছাত্র রাজনীতিতে রয়েছে উল্লেখযোগ্য অর্জন।

তবে নয়জন প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করা দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, হেলিকপ্টার প্রতীকের আবুল কাশেম পল্লব, টেলিফোন প্রতীকের আতাউর রহমান। তবে চমক দেখাতে পারেন দোয়াত কলমের আব্দুল বারী, শালিক পাখি নিয়ে নির্বাচন করা গৌছ উদ্দিন ও আনারস প্রতীকের জামাল হোসেন। এ ছাড়াও কৈ মাছ প্রতীক নিয়ে মোহাম্মদ জাকির হোসেন, ঘোড়া প্রতীক নিয়ে জহির উদ্দিন, কাপ পিরিছ প্রতীক নিয়ে জাকির হোসেন সুমন রয়েছেন আলোচনায়।

গতবারের নির্বাচনী বিজয়ী আবুল কাশেম পল্লব এবার শুরু থেকেই ফের পুরনো প্রতীক হেলিকপ্টার নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নিজস্ব ভোট ব্যাংক থাকায় ফের হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন তিনি মূল লড়াইয়ে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আতাউর রহমান খান ও গৌছ উদ্দিনের সাথে লড়াই হতে পারে সমান সমান।

এ বিষয়ে টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করা আতাউর রহমান খান বলেন, আমি আমার প্রতীক নিয়ে ভোট চেয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি সাড়া পাচ্ছি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। আশা করি জনগণ তাদের ভোটের রায়ে আমাকে রাখবে, আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।

দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করা সাবেক ছাত্র নেতা আব্দুল বারী বলেন, আমি এখন পর্যন্ত ভোটের মাঠে প্রচার প্রচারণায় রয়েছি। প্রার্থী বেশি হওয়াতে মানুষ এবার ভেবেই ভোট দেবে আশা করছি মানুষ। আমি সকলের কাছে দোয়া প্রার্থী।

Back to top button