বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে অ স্ত্রসহ দুই ডা কা ত গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ অস্ত্রসহ দুই কুখ্যাত ডাকাতকে আটক করেছে।

আটককৃত ডাকাতদ্বয়রা আজির উদ্দিন ও তার সহযোগি আহমদ আলী। গ্রেফতার হওয়া কুখ্যাত ডাকাত আজির উদ্দিন দেওকলস ইউনিয়নের দক্ষিণ সৎপুর গ্রামের আরাফাত উল্লাহ উরফে মারফত উল্লাহর পুত্র ও মৌলভীবাজার জেলার রাজনগর থানার মশুরিয়া গ্রামের ফরমুজ আলীর পুত্র আহমদ আলী।

তাদেরকে বিশ্বনাথ থানা পুলিশ বিশেষ অভিয়ান পরিচালনা করে সোমবার ভোররাতে দেওকলস ইউনিয়নের গোদামঘাস্থ সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বাড়ীর সামন থেকে কুখ্যাত ডাকাত আজির উদ্দিন ও তার সহযোগি আন্ত:বিভাগীয় ডাকাত দলের সর্দার আহমদ আলীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া দুই ডাকাতের কাছ থেকে ১টি পাইপগান, ৫ রাউন্ড কার্তুজ, ১টি চাকু, ৪টি এন্ড্রুয়েড ও ২টি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। দুই ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন থানার এসআই রুমেন আহমদ। মামলা নং ০৮। ১৪.০৫.২৪

গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেফতার হওয়া দুই ডাকাতের বিষয়ে ব্রিফিং করেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। পুলিশ জানায়, কুখ্যাত ডাকাত আজির উদ্দিন বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ বিভিন্ন থানায় ১৮টি ও ডাকাত আজির উদ্দিনের সহযোগী ডাকাত আহমদ আলীর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

Back to top button