বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থী পেলেন প্রতীক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে  ৯ জন চেয়ারম্যান ও ৭ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বাকি দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন স্থগিত থাকায় তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

সোমবার (১৩ মে) বেলা ১২টায় সিলেট জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষ জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিন তিনটি পদে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব পেয়েছেন তার পছন্দের প্রতীক হেলিকপ্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান পেয়েছেন টেলিফোন প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  দেওয়ান মাকসুদুল ইসলাম পেয়েছেন তার পছন্দের মোটরসাইকেল প্রতীক, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো: আব্দুল বারী পেয়েছেন দোয়াত কলম প্রতীক, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন পেয়েছেন আনারস প্রতীক, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন সুমন কাপ পিরিছ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন পেয়েছেন কৈ মাছ প্রতীক, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন পেয়েছেন শালিক পাখি প্রতীক, প্রভাষক  মো: জহির উদ্দিন পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোঃ আফজাল হোসেন পেয়েছেন তালা প্রতীক,  সায়দুল ইসলাম পেয়েছেন মাইক প্রতীক, মো: খালেদুর রহমান পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, সুহেল আহমদ রাশেদ পেয়েছেন চশমা প্রতীক, জামাল আহমদ জামাল পেয়েছেন টিয়া পাখ, মো: জসিম উদ্দিন পেয়েছেন টিউবয়েল, আব্দুল্লাহ আল মামুন খাঁন পেয়েছেন বই প্রতীক। মনোনয়ন দাখিল করা আরো দুই প্রার্থী আশরাফুল ইসলাম রুনু ও আলিম উদ্দিনের প্রার্থীতা স্থগিত রয়েছে। তবে একটি সুত্র জানিয়েছে আদালত থেকে রুনুর প্রার্থীতা বৈধতা পেয়েছে।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার পেয়েছেন ফুটবল প্রতিক, হাসিনা আক্তার পেয়েছেন হাস প্রতীক , রোমানা আফরোজ পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক, জাহানারা বেগম পেয়েছেন কলস প্রতীক ।

এদিকে দুপুরে প্রতীক বরাদ্দের সাথে সাথে বিয়ানীবাজারে প্রচারনায় নেমেছেন প্রার্থীরা। মাইকিং করে প্রতীকে নিয়ে এলেকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রচারনার গাড়ি/

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে ২২ জন জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৯ মেওনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন।

Back to top button