বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন, সব চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

বিয়ানীবাজার টাইমসঃ আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাচাই শেষে মনোনয়ন বৈধ হয়েছে ৯ চেয়ারম্যান প্রার্থীর।
রবিবার (৫ মে) বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বারী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আওয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন সুমন, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক জহির উদ্দিন।
উল্লেখ্য, আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে নয়জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান, ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট হবে ২৯ মে।