বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বিয়ানীবাজার টাইমসঃ ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় বিয়ানীবাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়ানীবাজার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে এ দিনটি পালন করে উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী ও মুক্তিযোদ্ধাসহ প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমানের এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বিয়ানীবাজার থানা অফিসার ইনর্চাজ দেবদুলাল ধর,উপজেলা কৃষিকর্মকর্তা লোকমান হেকিম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার রহমান শুভ।
আলোচনা সভায় উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সভা শেষে বিয়ানীবাজার শিল্পকলা একডেমির পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।