জাতীয়
বাড়ল বিদ্যুতের দাম, মার্চ থেকে কার্যকর
বিদ্যুতের দাম সর্বনিম্ন প্রতি ইউনিট দাম বাড়ছে ৩৪ পয়সা। সর্বোচ্চ প্রতি ইউনিটের দাম ৭৬ পয়সা বাড়ানো হয়েছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান। এছাড়া সমন্বয় করা হবে তেলের দাম বলে জানিয়েছেন তিনি।