সিলেট

উপজেলা নির্বাচন: সিলেট বিভাগের ভোটের তারিখ জানালো ইসি

সিলেট বিভাগের ৩৯ উপজেলায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৬ষ্ঠ দফার উপজেলা নির্বাচনে চার ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে। ৬ষ্ঠ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে সুনামগঞ্জের ১১, সিলেটের ১৩, মৌলভীবাজারের সাত ও হবিগঞ্জের আট উপজেলায়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা যায়। এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর উপজেলায় পরবর্তীতে নির্বাচন হবে বলে মন্তব্য কলামে জানায় নির্বাচন কমিশন। এই দুই উপজেলায় কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। বাকি উপজেলাগুলোতে ৪ মে থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ২৫ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে নির্বাচন।

এদিকে, নির্বাচনের তারিখ ঘোষণার পরই সিলেটসহ বিভাগের অন্যান্য উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা ভোটার ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।

ইসির দেওয়া তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ মে। এই ধাপে সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলায় ভোট হবে। একই তারিখে ভোট হবে সুনামগঞ্জের দিরাই ও শাল্লায়। এছাড়া মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া, বড়লেখায় এবং হবিগঞ্জের বানিয়াচং ও আজমেরিগঞ্জ উপজেলায় একইদিনে ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ১১ মে। এই ধাপে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে নির্বাচন হবে। একই তারিখে ভোট হবে সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে। এছাড়া মৌলভীবাজার সদর ও রাজনগর, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় একই দিনে ভোট হবে।

তৃতীয় ধাপে ভোট হবে ১৮ মে। এই ধাপে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে নির্বাচন হবে। একই তারিখে ভোটগ্রহণ হবে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর ও শায়েস্তাগঞ্জে একই দিনে ভোটগ্রহণ হবে।

চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। এই ধাপে জকিগঞ্জ ও কানাইঘাটে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগরে।

Back to top button