বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রবাস পাঠানোর নামে সাধারণ মানুষের পকেট কাটছে অসাধু চক্র!

মহসিন রনি, বিয়ানীবাজার : সিলেটের মধ্যে প্রবাসী অধ্যুষিত উপজেলা গুলোর তালিকায় সবার উপরে বিয়ানীবাজারের নাম আসবে। আর সেই বিয়ানীবাজার থেকে প্রতিবছর ইউরোপ আমেরিকার দেশ গুলোতে পাড়ি জমাচ্ছেন কয়েক হাজার তরুণ যাদের চোখে মুখে পরিবার আর দেশকে ভালো রাখার স্বপ্ন। তবে বিগত কয়েক মাস থেকে উপজেলাটিতে প্রবাসে পাঠানোর নামে সাধারণ মানুষের পকেট কাটছে কিছু অসাধু চক্র শুধু তাই নয় প্রবাস পাঠানোর কথা বলে অগ্রিম টাকা নিয়ে কাজ করছে না এমন অনেক চাপা অভিযোগ রয়েছে উপজেলার সর্বত্র। ভয়ে অনেকেই মুখ না খুললে ও অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অনেকেই টাকা ফেরত পেলেও বেশিরভাগই সাধারণ মানুষ অসাধু চক্রের সদস্যদের পেছনে ঘুরে জুতোর ফিতা ক্ষয় করে ফেলেন।

অনুসন্ধানে জানা যায়, বিগত ৫ মাস আগে সেবুল (ছদ্মনাম) নামের এক তরুণ স্বপ্নের দেশ ইতালি যাওয়ার জন্য এক লোকের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তিতে ফাইল জমা দেন। সেই ফাইল ঐ লোক তৈরি করে দিলে তিনি ইতালিয়ান এম্বেসিতে জমা দিলেও ৪ থেকে ৫ মাস সময় অতিবাহিত হলেও ভিসা নামক সোনার হরিণ তো দূরের কথা পাসপোর্টি পর্যন্ত হাতে পাননি। খবর নিয়ে জানতে পারেন অসাধু চক্রের তৈরিকৃত ফাইল ছিল সম্পন্ন ভুয়া অনেকটা অসহায় হয়েই প্রবাসের স্বপ্নে আঘাত লাগে এই তরুণ মাঝপথে সার্ভিস চার্জ নামক নগদ অর্ধ লক্ষাধিক টাকা বিসর্জন দিতে হয় তাকে। শুধু তাই নয় উপজেলা জুড়ে কথিত অসাধু চক্র প্রবাস পাঠানোর নামে প্রায় সময় মধ্যস্থতার মাধ্যমে টাকা রাখার কথা বললেও সেই টাকা ভিসা না হলে ফেরত দিতে গড়িমসি করে যেখানে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তরুণ বলেন, তিন চার মাস আগে কানাডায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য ফিঙ্গার দিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি কি করে বুঝবো আমার কাগজ সঠিক ছিল কি না, ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তায় আছি।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এমন অভিযোগ এখন হরহামেশাই আসে। কোনো সময় মধ্যস্থতায় সমাধান হলেও বেশিরভাগ সময় জনপ্রতিনিধিরাও বিরক্ত হয়ে যান অসাধু চক্রের উপর। এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এহসানুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি হিসেবে নানা সময় এরকম অভিযোগ আমাদের কাছে আসে। প্রবাস যাওয়া নিয়ে অনেকেই হয়রানির শিকার হোন কেউ কেউ টাকা ফেরত পাননা বিশেষ করে বর্তমান সময়ে প্রবাসে যাওয়া লোকের থেকে পাঠানোর লোক বেশি হয়ে গেছেন। এরকম অভিযোগ পেলে আমরা চেষ্টা করি সমাধান দেয়ার।

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম প্রতিবেদককে বলেন, অনেক সময় উভয় পক্ষের সম্মতিতে ফাইল জমা দেয়া এবং নেয়ার কাজ সম্পন্ন হয়। যেখানে উভয়ই উপকৃত হোন তবে বেশিরভাগ সময় দেখা যায় অনেকেই কাগজ পত্র ছাড়া শুধু মৌখিক চুক্তিতে ফাইল জমা দিয়ে হয়রানির শিকার হোন পাসপোর্ট ও টাকা নিয়ে কিংবা কেউ লিখিত চুক্তির ওয়াদা না রাখলে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনের আশ্রয় নিতে পারেন। তবে আমি মনে করে প্রবাসগামী সাধারণ মানুষের আরো সচেতন হতে হবে তাহলেই এসব অসাধু চক্র সুবিধা নিতে পারবে না।

Back to top button