সংসদীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের যারা
টাইমস ডেস্কঃ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) নতুন সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এই কমিটিগুলো গঠন করা হয়। এর মধ্যে ছয়টি মন্ত্রণালয়ভিত্তিক এবং ছয়টি সংসদ ও বিষয়ভিত্তিক কমিটি। সাবেক তিনজন আমলা সংসদ সদস্য হয়ে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন।
কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদে তিনি নিজেই কমিটি দুটি ঘোষণা করেন। অন্য কমিটিগুলো গঠনের জন্য সংসদ নেতার অনুমতিক্রমে প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।
সিলেটের যারা
সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের মহিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ সাদিককে (সুনামগঞ্জ-৪), বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল (মৌলভীবাজার-২), সংসদ কমিটির সদস্য আবু জাহির (হবিগঞ্জ-৩)।