সিলেট

সিলেটে বিয়ের ১২ দিন আগে ট্রাকচাপায় প্রাণ গেলো ফুটবলারের

টাইমস ডেস্কঃ সিলেটে দ্রুতগামী ট্রাকচাপায় তারেক আহমদ (২৫) নামের স্থানীয় এক ফুটবলার নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। রবিবার (৪ ফ্রেবুয়ারি) বেলা ১২টার দিকে বাদাঘাটস্থ আমাউড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় জনতা ট্রাকটি ভাঙচুর করে।

জানা যায়, নিহত তারেক সিলেট সদর উপজেলা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন। খেলার পাশাপাশি তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রবিবার আমাউড়া স্ট্যান্ডে অটোরিকশা নিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মালবাহী ট্রাক (সিলেট-ড ১১০৪৮৯) দ্রুত গতিতে এসে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, ট্রাকচাপায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতাকে শান্ত করে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

সমাজসেবক ওলিউর রহমান জানান, তারেক খুব ভালো ফুটবলার ছিলেন। আগামী ১৭ ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ ছিল।

Back to top button