জাতীয়

৯ ট্রাক ও যাত্রী নিয়ে ডুবল ফেরি

মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় নয়টি পণ্যবাহী ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে।

পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা ফেরিতে ছোট বড় নয়টি পণ্যবাহী ট্রাক ছিল। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে আসতেই রজনীগন্ধা ফেরির বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পণ্যবাহী ট্রাকসহ ফেরিটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিটিসির সদস্যরা উদ্ধার কাজ করছে।

আরিচা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোহাম্মদ রতন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফেরিতে কাজ শুরু করেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার জানান, ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পণ্যসহ ছোট বড় নয়টি ট্রাক পদ্মায় ডুবে গেছে। ফেরিতে থাকা ট্রাকের চালকরা সাঁতরে নদীর পাড়ে ওঠেছেন।

Back to top button