নতুন মন্ত্রিসভা: ফোন পেলেন যারা
নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তাদেরকে টেলিফোনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।
নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের টেলিফোন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন:
> ডা. দীপু মনি
> তাজুল ইসলাম
> অ্যাডভোকেট আনিসুল হক
> আসাদুজ্জামান খান কামাল
> মহিবুল হাসান চৌধুরী নওফেল
> আ.ক.ম মোজাম্মেল হক
> ড. হাছান মাহমুদ
> ওবায়দুল কাদের
বিস্তারিত আসছে…