বিয়ানীবাজার সংবাদ

সিলেট-৬: নির্বাচনে প্রার্থীরা কে কত ভোট পেলেন

বিয়ানীবাজার টাইমসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ১৮২৯০ ভোট বেশি পেয়ে পঞ্চমবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি পেয়েছেন ৫৭৭৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯৪৮৮ ভোট।

গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেকটা উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ চলে। দু’উপজেলায় মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে শুদ্ধ ভোট কাস্ট হয়েছে ১১৪৫৭২। তন্মধ্যে বিয়ানীবাজারে ৫৩১৬৮ ও গোলাপগঞ্জ উপজেলায় ৬১৪০৪ ভোট।

দু’উপজেলা মিলে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ প্রতিক নিয়ে ১০৯৩৬ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন ৫৫৭৯ ভোট, মিনার প্রতীক নিয়ে সাদিকুর রহমান ৬২২ ভোট ও ছড়ি প্রতীক নিয়ে আতাউর রহমান আতা ১৬৯ ভোট পেয়েছেন।

এদিকে, বিজয়ী হওয়ার পর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাজ্ঞ রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ। তিনি এ বিজয় আনন্দের বলেও মন্তব্য করেন।

Back to top button