সিলেট-৬ আসন, ভোট দিতে আসছেন বয়স্করা

সিনিয়র প্রতিবেদক: সিলেট-৬ ( গোলাপগঞ্জ – বিয়ানীবাজার) নির্বাচনী আসনে বিয়ানীবাজারে সকাল থেকে বয়স্ক ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।
ভোট দিতে আসা বীর মুক্তিযোদ্ধা বাবুল চন্দ্র বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে ভোটের যে আমেজ তা বজায় রয়েছে। কষ্ট হলেও ভোট দিতে আসছি আশা করছি স্বাধীনতার স্বপক্ষের শক্তি নির্বাচিত হবে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৭১১ ও বিয়ানীবাজার উপজেলায় ২ লাখ ৬ হাজার ৩৮ ভোট। বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলায় ৬০ হাজার ৬৭৩ ভোট বেশি।
উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নুরুল ইসলাম নাহিদ, সতন্ত্র থেকে ঈগল প্রতীক নিয়ে সরোয়ার হোসেন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন, তৃনমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীক নিয়ে সমশের মুবিন, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক নিয়ে সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) দলের প্রার্থী আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।