বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার বিএনপির সহ সভাপতি নজরুল হোসেন বহিষ্কার

বিয়ানীবাজার টাইমসঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একই বিজ্ঞপ্তিতে সারা দেশের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড বিএনপি’র দায়িত্বশীলদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিস্কার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা নজরুল হোসেন বলেন, ‘আমি বিএনপিতে নেই। বর্তমান কমিটিতেও নেই। আমাকে বহিস্কার করা গাপলের প্রলাপ।

Back to top button