বিয়ানীবাজারে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বিয়ানীবাজার টাইমসঃ আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ব্যালটবাদে অন্যান্য সরঞ্জাম যাচ্ছে বিয়ানীবাজারের প্রত্যেকটি কেন্দ্রে। শনিবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলা চত্বরে কার্যক্রম শুরু হয়েছে।
সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। পিকআপে করে ব্যালট পেপার ছাড়া ভোটার বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি যাচ্ছে।
এদিকে, শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিইটিং অফিসারদের কাছে ব্যালট প্যাপার বিতরণ কার্যক্রম শুরু হবে। রোববার সকালে ভোটগ্রহণের আগেই কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট; এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৬ আসন। বিয়ানীবাজার পৌরসভায় রয়েছে ১০টি ও গোলাপগঞ্জ পৌরসভায় রয়েছে ১১টি ওয়ার্ড। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। এর মধ্যে বিয়ানীবাজারে রয়েছে ৮৯টি ও গোলাপগঞ্জে ১০৩টি স্থায়ী ভোটকেন্দ্র। সিলেট-৬ (বিয়ানীবাজার- গোলাপগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৭১১ ও বিয়ানীবাজার উপজেলায় ২ লাখ ৬ হাজার ৩৮ ভোট। বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলায় ৬০ হাজার ৬৭৩ ভোট বেশি।
এবার সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,
লাঙ্গল নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন, সোনালী আঁশের নিয়ে তৃনমুল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মিনার প্রতিক নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি সাদিকুর রহমান, ছড়ি প্রতিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান ও ঈগল প্রতিক নিয়ে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সারওয়ার হোসেন।