সিলেট – ৬ আসনে সরোয়ারের টার্ম কার্ড পল্লব ; শমসের মুবিনের এলিম!

মহসিন রনি, বিয়ানীবাজার : দ্বাদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র কয়েক ঘন্টা তবে সব কিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসনটিতে কে হতে যাচ্ছে পরবর্তী পাঁচ বছরের এমপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সাথে ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন। গত নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ তবে এবার এমপি হতে হলে অগ্নি পরিক্ষা দিতে হবে আওয়ামী লীগের পরিক্ষিত এই প্রার্থীকে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
ঈগল প্রতীকের সরোয়ার হোসেনের সাথে কাজ করছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিনকে সমর্থন দিয়ে মাঠে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শফি চৌধুরী এলিম। ভোটের মাঠে সরোয়ারের টার্ম কার্ড হতে পারেন পল্লব এমনটাই ধারণা করছেন ভোট ব্যাংক সমৃদ্ধ আবুল কাশেম পল্লব চমক দেখাতে পারেন সরোয়ারের পক্ষে এমনটাই বলে বেড়াচ্ছেন অনেকেই। তবে তৃণমূল বিএনপির চেয়ারম্যান সোনালী আঁশ প্রতীকের শমসের মুবিনের টার্ম কার্ড হতে পারেন মঞ্জুর শফি চৌধুরী এলিম গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের একাংশ এলিমের সাথে থাকায় উপজেলাটিতে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন এই প্রার্থী।
এ বিষয়ে মঞ্জুর কাদির শফি চৌধুরী এলিম বলেন, গোলাপগঞ্জে আমরা সবাই এক হয়ে কাজ করছি সোনালী আঁশের বিজয় নিশ্চিত করতে। এ ছাড়া ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে আমরা আশাবাদী রয়েছি। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে এরকম থাকলে আমরা জয় নিয়ে শতভাগ আশাবাদী।
এ বিষয়ে আবুল কাশেম পল্লবের অনুসারী খন্দকার লোকমান হোসেন বলেন, আবুল কাশেম পল্লবের ভোট ব্যাংক রয়েছে যেখানে সাধারণ ভোটাররা একটা পার্থক্য গড়ে দিতে পারে। অতীতে আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদের নির্বাচনে তিনি সেই প্রমান দিয়েছেন।