বিয়ানীবাজার সংবাদ

শেষ মুহুর্তে সিলেট – ৬ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

মহসিন রনি, বিয়ানীবাজার : ভোটের বাকি মাত্র দুই দিন ইতিমধ্যে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পুর্ণ করেছেন সিলেট-৬ ( গোলাপগঞ্জ – বিয়ানীবাজার) নির্বাচনী আসনে নির্বাচন করা প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকে দুই উপজেলার মানুষের মধ্যে নির্বাচনী আমেজ কম দেখা গেলেও সময়ের সাথে প্রার্থীদের প্রচারণা ও সভা সমাবেশে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই আসনটি। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীক নিয়ে বেশ জোরালো ভাবে নির্বাচনী মাঠে টিকে রয়েছেন মূল লড়াইয়ে নাহিদের সাথে তুমুল প্রতিযোগিতা হবে আরো দুই প্রার্থী তাদের মধ্যে একজন তৃনমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করা শমসের মুবিন এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরোয়ার হোসেন।

সরেজমিনে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা ঘুরে দেখা যায়, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তিন প্রার্থী। শুরুর দিকে সোনালী আঁশ প্রতীকের শমসের মুবিনকে নির্বাচনী মাঠে দেখা না গেলেও সময়ের সাথে গোলাপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের একাংশ যোগ দেয়ায় অনেকটা গতিশীল হতে দেখা যায় এই প্রার্থীকে। তবে শুরু থেকেই আলোচনায় ছিলেন সরোয়ার হোসেন অনেকের ধারণা নুরুল ইসলাম নাহিদের সাথে সমানে সমান লড়াই হবে এই প্রার্থীর।

স্থানীয় ভোটার জহির মিয়া বলেন, ভোট চাইতে অনেকেই এসেছেন তবে সৎ যোগ্য প্রার্থীকেই আমি ভোট দেবো। আশা করি সকলেই তাদের পছন্দের প্রার্থীকে যোগ্যতা দেখে ভোট দেবে। আমরা সড়ক যোগাযোগ ব্যবস্থার সংস্কারের কাঙ্গাল আশা করি এ বিষয়টি সকল প্রার্থী মাথায় রাখবেন।

Back to top button